
আপনি কেন উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় যাবেন?
বিশ্বমান র্র্যাংকিং ও স্বীকৃতি ঃ মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অনেক প্রতিষ্ঠান QS ও বিশ্ব র্র্যাংকিং তালিকায় অন্তর্ভুক্ত (১০০-৭০০)
আন্তর্জাতিক পার্টনারশিপ ও ক্রেডিট ট্রান্সফার সুযোগ ঃ মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও অস্ট্রেলিয়ার নামী বিশ্ববিদ্যালয়গুলোর পার্টনারশিপ রয়েছে, যার মাধ্যমে ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়।
স্কলারশিপ ও খরচঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে কম খরচে উচ্চমানের শিক্ষা ও জীবনযাপনের সুযোগ রয়েছে। স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও বেশি।
চাকরির সুযোগ (Job Market)ঃ মালয়েশিয়ায় এবং বিশ্বব্যাপী চাকরির সুযোগ বেশি। আন্তর্জাতিক ডিগ্রির কারণে গ্লোবাল চাকরির বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়া যায়।
ছাত্র জীবনে কাজের অভিজ্ঞতা ঃ পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজের সুযোগ থাকে, যা ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগঃ শিক্ষার্থীরা নিজের আগ্রহ অনুযায়ী যেকোনো বিষয় বেছে নিয়ে ভর্তি হতে পারে।
মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রিঃ মাদরাসা সম্পর্কিত ইসলামিক বিষয়ে উচ্চতর ডিগ্রি, মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ আছে।
আমরা মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করি।
মালয়েশিয়ান শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে অন্যতম:
INTI International University** – ডুয়েল সার্টিফিকেট ও ক্রেডিট ট্রান্সফার সুবিধা। দুই বছর মালয়েশিয়া পড়াশোনা করে বাকিটা (UK, USA, Australia, Europe) গিয়ে কমপ্লিট করার সুযোগ রয়েছে।
পার্টনার বিশ্ববিদ্যালয় ঃ ১। Coventry University, UK ২।University of Hertfordshire, UK ৩। Sheffield Hallam University, UK ৪। Southern New Hampshire University, USA ৫। Swinburne University of Technology, Australia ৬। CY Cergy Paris Université, France
MMU (Multimedia University) ** – স্কলারশিপ সুবিধা, সর্বনিম্ন খরচে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম।
USIM (University Sains Islam Malaysia) – মাদরাসা শিক্ষার্থীদের জন্য কম খরচে ইসলামিক বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ।
এছাড়াও মালয়েশিয়ায় যেকোনো বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তিতে আমরা সহযোগিতা করে থাকি.
Please login to continue
Create new account